ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার কিনবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার কিনবে সরকার

ঢাকা: বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য পাঁচ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার কেনার অনুমোদন দিয়েছে সরকার।  

যৌথভাবে জেভিসিএ অব ওসিইউলিন টেক বিডি লিমিটেড ও এসকিউ ওয়্যার অ্যান্ড কেবল কোম্পানি লিমিটেড থেকে সিস্টেমসহ এই প্রি-পেইড মিটার কেনা হবে।

এতে মোট খরচ হবে এক হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকা।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ মাহবুব খান সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত জানান।  

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য পাঁচ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার সিস্টেমসহ যৌথভাবে জেভিসিএ অব ওসিইউলিন টেক বিডি লিমিটেড ও এসকিউ ওয়্যার অ্যান্ড কেবল কোম্পানি লিমিটেড থেকে এক হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে  যৌথভাবে এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ওশান গ্রুপ লিমিটেড থেকে ৩০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকায় ১০ হাজার সিটি/পিটি রেটেড অন-লাইন থ্রি-ফেজ স্মার্ট মিটার সিস্টেমসহ টার্ন কি- ভিত্তিতে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ২০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে জুয়েলস পাওয়ার লিমিটেডের ২০ বছর মেয়াদে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট- ভিত্তিতে চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ১০ দশমিক ৬৯ টাকা হিসাবে ২০ বছরে ব্যয় হবে ৬৯৩ কোটি ৬ লাখ টাকা। এ প্রস্তাবটিও এসেছে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে।
 
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ৪৪ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কনসোর্টিয়া অব জিয়ানগুস ইটারান কোম্পানি লিমিটেড, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফুয়াদ স্পিনিং মিল লিমিটেডের সঙ্গে ২০ বছর মেয়াদে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট- ভিত্তিতে চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ১০ দশমিক ৭ টাকা হিসাবে ২০ বছরে ব্যয় হবে এক হাজার ৫২৬ কোটি ৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।