ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা ১৪ বার স্বর্ণপদক পেল বেঙ্গল প্লাস্টিকস্

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
টানা ১৪ বার স্বর্ণপদক পেল বেঙ্গল প্লাস্টিকস্

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা ১৪ বারের মতো জাতীয় রপ্তানি পদক (স্বর্ণ) পেয়েছে বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেড।

২০১৯-২০ অর্থবছরে, প্রায় ৭১টি কোম্পানি দেশের রপ্তানি আয়ে তাদের চমৎকার অবদানের জন্য এ সম্মাননা পেয়েছে।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ইপিবি অ্যান্ড মিনিস্ট্রি অফ কমার্স আয়োজিত এর অনুষ্ঠানে বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির বাবলুর হাতে স্বর্ণপদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ইপিবির ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।