ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৫ হাজার ৫১ কোটি টাকা

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৫ হাজার ৫১ কোটি টাকা ফাইল ফটো

ঢাকা: চলতি বছরের জুলাই মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।

রোববার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বছরের প্রথম সপ্তাহের প্রবাসী আয়কে শুভ সূচনা হিসেবে দেখছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের সাতদিনে প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২৮৫ মার্কিন ডলার করে এলো। পুরো জুলাই জুড়ে এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ২০০ কোটি মার্কিন ডলারকে স্পর্শ করবে।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ ডলার। এটি প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ছিল।  ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১৮৭ কোটি মার্কিন ডলার। এ বিবেচনায় চলতি জুলাই মাসের ৭দিনের প্রবাসী আয় ভালো সূচনা।   

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি জুলাই মাসের ৭দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এদিকে সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। একক মাস হিসেবে এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।