ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা

ঢাকা: চলতি জুলাই মাসের ২১ দিনে প্রবাসী আয় এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২৩ জলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

মাসের শুরুতে প্রবাসী আয়ের একটি ইতিবাচক ধারা সূচনা করেছিল। তৃতীয় সপ্তাহে এসে থেমে গেছে। চলতি জুলাই মাসের ২১ দিনে প্রতি দিন এসেছে ৬ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৫২৩ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আবার সদ্য বিদায়ী মাস জুনে প্রতিদিন এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ৩৩৩ মার্কিন ডলার।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২১ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৯ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ঘণ্টা ২৩, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।