ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেছে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন এসকেপ।  

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় ১০ সদস্যের প্রতিনিধি দলটি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বন্দরে আসে।

এরপর বন্দর ও কাস্টমস এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দলটি।  

বৈঠকে বন্দরের অবকাঠামোগত দুর্বলতা এবং বাণিজ্যের প্রতিবন্ধকতার কিছু বিষয় উঠে এসেছে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।

বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসকেপের ভারতের দিল্লি মিশনের প্রধান মিকিকো তানাকা। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফুর রহমান। এছাড়া বিমসটেকের গবেষণা পরিচালক মাহফুজ কবিরও ছিলেন বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।