ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতদিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
সাতদিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

দিনাজপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতদিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাতদিনের ছুটি ছিল বন্দরে। বৃহস্পতিবার ছুটি শেষে দুই দেশের মধ্যে আবারও আগের নিয়মানুসারে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে হিলি স্থলবন্দরে আবারও কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।  

হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ছুটি ছাড়া অন্যদিনে বন্দরের ভেতর থেকে আমদানিকৃত পণ্য লোড আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল।  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজকে থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।