ঢাকা: এ বছর সতের ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান পেয়েছেন ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট সনদ।
শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে সনদপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সম্মাননা সনদপ্রাপ্তরা হলেন—কেএম মাহাবুবুর রহমান, কমিশনার, কাস্টম বন্ড কমিশনারেট, চট্টগ্রাম; মো. আসাদুজ্জামান এডিশনাল কমিশনার, কাস্টম হাউজ, আইসিডি, কমলাপুর, ঢাকা; মো. নাজিউর রহমান মিয়া, জয়েন্ড কমিশনার, কাস্টম হাউজ, চট্টগ্রাম; এদীব বিল্লাহ, জয়েন্ড ডিরেক্টর, কাস্টম হাউজ অধিদপ্তর, ঢাকা; নীতিশ বিশ্বাস ডেপুটি কমিশনার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর, ঢাকা; সৈয়দ মোকাদ্দেশ হোসেন, ডেপুটি কমিশনার, কাস্টম হাউজ, ঢাকা; সাইদ আহমেদ রুবেল, ডেপুটি কমিশনার, মোংলা কাস্টম হাউজ, মোংলা।
এছাড়াও ওথেলো চৌধুরী, ডেপুটি কমিশনার, কাস্টম হাউজ, বেনাপোল, যশোর; ফৈরদৌসি মেহবুব, ডেপুটি কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা; মিজ নাজমা জেরিন, ডেপুটি কমিশনার, কাস্টম মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকা; মো. বায়েজিদ হোসেন, ডেপুটি কমিশনার, কাস্টম এক্সসাইজ ভ্যাট কমিশনারেট, ডেপুটি কমিশনারেট, রংপুর; মো. জাহিদুর রহমান, সিসটেম এনালিস্ট আইসিডি অনুবিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা; মো. মিন্টু রহমান, রাজস্ব কর্মকর্তা, বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা; মো. ইরফান আলী, রাজস্ব কর্মকর্তা, বন্ড কমিশনারট, ঢাকা উত্তর।
সম্মাননা সনদপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন—মো. সামসুদ্দোহা ভুইয়া, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টম রিক্স ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা; নীলা ঘোষ, সহকারী রাজস্ব কর্মকর্তা, বন্ড ব্যবস্থাপনা প্রকল্প, ঢাকা এবং মো. আব্দুল আরমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টম হাউজ, চট্টগ্রাম।
যেসব সংস্থা ট্রেড সহজীকরণে ভূমিকা রেখেছে, এমন তিন সংস্থাকে একই সনদ দেওয়া হয়েছে। সংস্থা তিনটি হলো—বাংলাদেশ কাস্টমের সামগ্রিক আধুনিকায়ন ও মানসম্মত কাস্টম অবকাঠামো নির্মানে প্রসংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন বাংলাদেশ এবং কৃষি মন্ত্রণালয় ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
জেডএ/এমজেএফ