ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী সপ্তাহে তেল-চিনির নতুন দাম নির্ধারণ: বাণিজ্য প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
আগামী সপ্তাহে তেল-চিনির নতুন দাম নির্ধারণ: বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকা: শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে চিনি ও ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তেল-চিনির মূল্য নির্ধারণ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেল ও চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেব।

তিনি বলেন, রমজান উপলক্ষে সেই দামে বিক্রি হবে। আমরা এনবিআরের সঙ্গে কথা বলব। উৎপাদক যারা আছে তারা কবে পণ্য আনছে সে হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্কের হিসাব অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেব।

উৎপাদনকারী ও আমদানিকারকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে মালামাল ট্রানজিটে আছে সেগুলো দ্রুত খালাস করে বাজারজাত করার আহ্বান জানাই। যাতে করে শুল্ক সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে পৌঁছায়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
জিসিজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।