ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্যা নিয়ন্ত্রণ-সেচ উন্নয়নে ৭৭৯ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
বন্যা নিয়ন্ত্রণ-সেচ উন্নয়নে ৭৭৯ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

ঢাকা: বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭৭৯ টাকার (৭১ মিলিয়ন ডলার)  ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১৩ মার্চ) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)  গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতি জন্য এ ঋণ অনুমোদন দেয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি এডিবির অর্থায়নকৃত দক্ষিণ-পশ্চিম অঞ্চল সমন্বিত জলসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে অর্জিত লাভ ধরে রাখবে; যা কৃষি উৎপাদন, উন্নত সম্প্রদায়ের অবকাঠামো ও গ্রামীণ পরিবারের আয় বাড়িয়েছে।

বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কার্যকরী অভিযোজন ব্যবস্থা গ্রহণ না করলে ২০৫০ সালের মধ্যে কৃষিতে মোট দেশজ উৎপাদনের ৩০ শতাংশ কমে যেতে পারে।  

এ ঋণ জেলা দুটির গ্রামীণ জনগোষ্ঠী যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের প্রস্তুতি ও স্থিতিস্থাপকতা জোরদার করতে এ ঋণ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।