ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরগুনায় বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ৪, ২০২৪
বরগুনায় বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), বরগুনা জেলা শাখার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা।

শনিবার (৪ মে) বিকেলে বরগুনা পৌরসভার হলরুমে বাজুস বরগুনা জেলা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

বাজুস বরগুনা জেলা কমিটির সভাপতি উত্তম কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য সচিব পবিত্র চন্দ্র ঘোষ এবং বাজুস বরিশাল জেলা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ মুসা।

সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যসহ জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় স্বর্ণকাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনের সাফল্যের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। তার গতিশীল নেতৃত্বের কারণেই সংগঠন আজ শক্তিশালী হয়েছে। গত ৫০ বছরে যা হয়নি, তা হয়েছে গত ২-৩ বছরে। বাজুস এখন সর্বত্র পরিচিতি লাভ করেছে।

বাজুস বরগুনা জেলা শাখার সহ-সম্পাদক সঞ্জীব সমাদ্দারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাজুস বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. নুরুল আমিন। সভায় বক্তব্য রাখেন দীলিপ কর্মকারসহ স্বর্ণ ব্যবসায়ীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে চায় বাজুস। আর আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর চান জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে।

তিনি বলেন, নিজেদের স্বার্থে, সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে ব্যবসা করতে হবে। বাজুস চাচ্ছে আমরা কাউকে ঠকাব না, নিজেরাও ঠকব না। এমনকি সরকারকেও ঠকাব না। কেন্দ্রীয় কমিটি যে পদক্ষেপ নেবে, সেটা দেশের সমস্ত ব্যবসায়ীদের পক্ষের পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।