ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের বোর্ড

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের বোর্ড আগামী দুই-একদিনের মধ্যে ভেঙে দেওয়া হবে। স্বল্প সময়ের জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

এরপর আগের পরিচালকদের মধ্যে যারা  মূলধনের কমপক্ষে ২% শেয়ার ধারণ করে আসবেন তাদের বোর্ডে নেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণাধীন যত শেয়ার আছে, তা নিয়ন্ত্রণ করবে সরকার। এস আলম যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে, তখন শেয়ার তাদের কাছে ছেড়ে দেওয়া হবে। যদি ঋণ পরিশোধ না করে, সেসব শেয়ার বিক্রি করে এস আলমের দায়গুলো সমন্বয় করা হবে।

এস আলামের নিয়ন্ত্রণাধীন অন্য সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আমরা তাড়াহুড়ো করছি না। ক্রমান্বয়ে এসব ব্যাংকের বোর্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গভর্নর  আরও বলেন, গতকাল আমরা ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছি। দুই-একদিনের মধ্যে ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হবে। এরপরে ক্রমান্বয়ে সিদ্ধান্ত হবে।

কোনো অন্যায় দাবির প্রতি মাথা নোয়াবেন না উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, কারো কোনো দাবি থাকলে আমার কাছে এসে বলুন। সবার কথা আমি শুনব। কারো কোনো দাবি যৌক্তিক ও আইন সংগত হলে সেটা আমি দেখব। বেআইনি হলে আমি তা মেনে নেব না। প্রয়োজনে পদত্যাগ করে চলে যাব।

বিভিন্ন ব্যাংকের দখল নিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অর্গানের ব্যবহার, ডেপুটি গভর্নরের কক্ষে বিশৃঙ্খলাসহ নানা ধরনের অনিয়ম-অপকর্ম হয়েছে, এমন বিষয়ে সাংবাদিকরা গভর্নরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন. আগামীতে এর পুনরাবৃত্তি হবে না। সামনের দিনে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।