ঢাকা: আয়করমুক্ত সুবিধা পেল অলাভজনক ইসলাম ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি হয়।
সাম্প্রতিক বন্যায় আলোচনায় আসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা। দাতব্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। আহমাদুল্লাহ সংস্থাটির চেয়ারম্যান।
আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা, যারা শিক্ষা ও মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।
রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপণ্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি আয়কর মুক্ত সুবিধা পেল।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
জেডএ/এমজেএফ