ঢাকা: সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি করা জুতা ও ব্যাগ রপ্তানিতে রপ্তানিকারকেরা এতদিন ৮ শতাংশ নগদ সহায়তা পাচ্ছিলেন। এ প্রণোদনা তুলে দিল সরকার।
বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা নিয়ে সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে না।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা সহায়তা দেওয়া সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএইচ