ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব নিয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব নিয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

বর্তমান অন্তবর্তী সরকারের খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভাল কাজগুলো তুলে ধরার আহবান জানিয়েছেন  অন্তবর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা  ড. সালেহ উদ্দিন আহমেদ।  

তিনি বলেন, আমরা একটি ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব পেয়েছি।

এটাকে সংস্কার করা এত সোজা নয়। অনেক কঠিন কাজ। তারপরেও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা করে যেতে চাই।

মঙ্গলবার (৫ নভেম্বর)  ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এখন যে সরকার দায়িত্ব পেয়েছে সেটা কোনো  নির্বাচনের মাধ্যমে আসা সরকার নয়। আমরা বেশিদিন থাকবো না। কিছু সংস্কার করে দিয়ে যেতে চাই। যেই পদচিহ্ন ধরে পরবর্তী সরকার ঠিকভাবে অর্থনীতি পরিচালনা করতে পারবে। পরবর্তী সরকার এসে যদি আবার সব আইন বাতিল করে দেয় তাহলে আবার হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এখন অর্থনৈতিক সেক্টরে অনেক ভালো ভালো নিউজ হচ্ছে। যার উদাহরণ আগে ছিল খুবই কম। তবে সাংবাদিকদের প্রতি মনে রাখার মত কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। যার মাধ্যমে দেশ ও জাতি সবাই উপকৃত হবে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের উদ্দেশ্যে গভর্নর বলেন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মত পরিবেশ তৈরি করতে হবে। যাতে বিকাশের মতো নগদেও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায়।

তিনি নগদকে মোবাইল ব্যাংকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হওয়ার তাগিদ দেন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।