ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে পাওয়ার সেক্টরে বিনিয়োগে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বাংলাদেশে পাওয়ার সেক্টরে বিনিয়োগে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা

ঢাকা: বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং স্যাটেলাইট সংযোগ স্থাপনসহ বাংলাদেশে পাওয়ার সেক্টরে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা।


রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বাংলাদেশের  ন্যামস্ মোটরস লিমিটেড, চীনের ওয়েলবি কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাইসেন টেকনোলজি লিমিটেডের মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করেন চীনের বিনিয়োগকারীরা।

 

বিডার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় চীনের ওয়েলবি কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাইসেন টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং টিক বেনজামিন বলেন, বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রপ্তানি করাও সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারি চালিত গাড়ী চলছে, কিন্তু এব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়। আগামী বিশ্বে ইলেট্রিকাল যানবাহনের পরিমান অনেক বাড়বে সে কথা মাথায় রেখেই আমরা বাংলাদেশে যৌথ বিনিয়গের মাধ্যমে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদনকেন্দ্র, বিদ্যুতের ঝামেলা দূর করার জন্য সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং  উন্নত যোগাযোগের স্যাটেলাইট সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে ন্যামস্ মোটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অব.) বলেন, আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, বরং বাংলাদেশের সবুজ প্রযুক্তি ও দূষণমুক্ত উন্নয়নে অবদান রাখা।  

সভায় বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীনা বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে বলেন, বিডা সব সময়েই বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা দিতে বদ্ধপরিকর।  

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দেশের জন্য নিজস্ব কান্ট্রি অফিসার রয়েছে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত বিনিয়োগ সেবা লাভ করতে পারেন।  

এ সময়ে তিনি চীনা বিনিয়োকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।