ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
শেয়ারবাজারে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৫ ও ১৯৫৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

সোমবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি কোম্পানির, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, বিএসসি, ইসলামী ব্যাংক, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল, লাভেলো আইসক্রিম, ফার ইস্ট নিটিং, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওয়াইমেক্স ও অগ্নি সিস্টেম।

অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই আজ ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৪২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় এক টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল তিন কোটি ৯৭ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।