ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চালতাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি শুরু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
চালতাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি শুরু চাতলাপুর স্থল শুল্ক স্টেশন

মৌলভীবাজার: ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয় ইসকন কর্মীদের বাধায় বন্ধ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রায় তিন সপ্তাহ পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান।

তিনি জানান, ভারতীয় এলাকায় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশি মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১ দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার মাছের গাড়ি ভারতে গিয়েছে।
জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশি মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশি ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেনি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। এছাড়াও ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের উদ্যোগ নিলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও পুলিশের বাধায় তারা প্রবেশ করতে পারেনি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন সূত্র জানায়, দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে আলোচনার পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দু’দিনে জারা এন্টারপ্রাইজের ৯টি ট্রাকে ৬৭ মেট্রিক টন বিভিন্ন জাতের বাংলাদেশি মাছ ও সুমন খান নামে এক ব্যবসায়ীর আরও এক ট্রাকে ৩ মেট্রিক টন বাংলাদেশি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।

টানা তিন সপ্তাহ এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকা অবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর দুই দিনে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭ মেট্রিক টন বাংলাদেশি মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর তিন মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।