ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূর্ণেন্দু কুমার রায় জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
পূর্ণেন্দু কুমার রায় জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক পূর্ণেন্দু কুমার রায়

ঢাকা: পূর্ণেন্দু কুমার রায় সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেড এর নতুন মহাব্যবস্থাপক-প্রশাসন ও বোর্ড সচিব হিসেবে জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে যোগদান করেছেন।

এর আগে তিনি ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।



পূর্ণেন্দু কুমার রায় ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।