ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি-শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি-শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে দেড় মাসব্যাপী কৃষি-শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।



ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন- চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক তানজিল আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, চেম্বারের জেষ্ঠ্য সহ-সভাপতি আশরাফুল আলম মাহফুজসহ ব্যবসায়ী নেতারা। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

তানজিল আহমেদ জানান, এ মেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।     
 
বাংলাদেশ সময় : ০৪৩৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।