ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
সিলেটে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

সিলেট: সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল অফিসের আওতাধীন শাখাগুলোর ব্যবস্থাপকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ব্যাংকের সিলেট জেনারেল ম্যানেজার অফিসের সম্মেলন কক্ষে এ  ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।



সিলেট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল মমিন পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সরদার নুরুল আমিন।

এ সময় তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া ব্যাংকের শুদ্ধাচার নীতি বাস্তবায়ন, ব্যবসা সম্প্রসারণ, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালুকরণ, শ্রেনীকৃত ঋণ হ্রাস, গ্রাহক সেবার মানোন্নয়ন, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন সরদার নুরুল আমিন।

অন্যদের মধ্যে সিলেট জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার আ ন ম মাসরুরুল হুদা সিরাজী, দরগা গেইট কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আইয়ুব আলীসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা বক্তৃতা দেন।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।