ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জার্মানির কমার্জ ব্যাংক এজি’র যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দুইদিন ব্যাপী সেমিনার ৭-৮ আগস্ট ২০১৫ ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও বিআইবিএম-এর সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্টস(সিডিসিএস) ডিগ্রিধারীগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যে ইসলামী ব্যাংক তাৎপর্যপূর্ণ মার্কেট শেয়ার পরিচালনা করছে। পেশাদারিত্ব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এ ব্যাংকের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। বাংলাদেশে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৪ শ’ ব্যাংক কর্মকর্তা সিডিসিএস ডিগ্রি লাভ করেছে যার ৪৭ ভাগই এককভাবে ইসলামী ব্যাংকের। আন্তর্জাতিক মানে বাণিজ্য পরিচালনায় সিডিসিএস সার্টিফিকেশন অন্যতম মাইল ফলক।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স(আইসিসি), ব্যাংকিং কমিশন, প্যারিস-এর টেকনিক্যাল অ্যাডভাইজর আর ভি বালাসুব্রামানী। সেমিনারে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় আর্ন্তজাতিক বাণিজ্যের পেশাদারিত্ব উন্নয়ন, ব্যাংকগুলোর মধ্যে দৈনন্দিন বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমে ঝুঁকি নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এনএস/