ঢাকা: সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড নামে নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষ এই প্রতিষ্ঠানটির অনুমোদন দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।
সোমবার(১০ আগস্ট’২০১৫) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চলতি বছরের ১৬ জুলাই আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা মাহমুদ হোসাইন। প্রতিষ্ঠানটিকে ১শ কোটি টাকা মূলধন নিয়ে কাজ শুরু করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ৩১টি শর্ত দিয়ে নতুন এই প্রতিষ্ঠানটির নামে কার্যক্রম পরিচালনার অনাপত্তিপত্র ইস্যু করা হয়েছে।
এর আগে মোট ৩১টি আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসই/এনএস/