ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের বিপিজিএমইএ সভাপতি হলেন জসিম উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
ফের বিপিজিএমইএ সভাপতি হলেন জসিম উদ্দিন মো. জসিম উদ্দিন

ঢাকা: বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি হিসেবে মো. জসিম পুনঃনির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার (১১ আগস্ট) বিপিজিএমইএ কার্যালয়ে সংগঠনের ২০১৫-১৬ সেশনের পরিচালনা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পুনঃনির্বাচিত হন।


 
বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক নির্বাচনী বিশেষ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়।
 
এছাড়া সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া পুন‍ঃনির্বাচিত ও কাজী আনোয়ারুল হক সহ-সভাপতি পদে নির্বাচিত হন।
 
গত ২২ জুলাই বিপিজিএমইএর প্রধান কার্যালয়ে সংগঠনের পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাত সদস্যসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৫-১৬ সেশন) সংগঠনের নেতৃত্ব দেবেন।

সদস্যরা হলেন- মো. জসিম উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, শামীম আহমেদ, আলী আহমেদ, সৈয়দ তাহসিন হক, নুর আলম বাচ্চু ও মো. মেহেদী হাসান (টিপু)।

পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন- গিয়াসউদ্দিন আহমেদ, মো. গোলাম কিবরিয়া, শাহেদুল ইসলাম (হেলাল), কাজী আনোয়ারুল হক, এ কে এম জহিরুল কাইয়ুম খান, মোহাম্মদ হাসান, মো. ইলিয়াছ, মো. ইয়াকুব, মো. শাহজাহান, তোফায়েল কবির খান, মো. মোশাররফ হোসেন, মো. খোরশেদ আলম, মো. আনোয়ার হোসেন ও মো. আবুল খায়ের।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।