ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রুডওয়েল ট্যাংকার কিনবে শিপিং কর্পোরেশন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ক্রুডওয়েল ট্যাংকার কিনবে শিপিং কর্পোরেশন

ঢাকা: নিজস্ব অর্থায়নে একটি ক্রুডওয়েল ডিডব্লিউটি (Deadweight tonnage) সম্পন্ন ট্যাংকার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক নম্বর ভবনের ৩০৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১২ বছরের পুরনো ট্যাংকার কেনা হবে; যার ধারণ ক্ষমতা ১৫ থেকে ২৫ হাজার ডিডব্লিউটি সম্পন্ন হবে।

রফতানি সংক্রান্ত নীতিমালা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আইনমন্ত্রী আনিসুল হক ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসএস/টিআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।