ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে বিদেশি রাষ্ট্রদূতেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে বিদেশি রাষ্ট্রদূতেরা

গাজীপুর: তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা গাজীপুরের দুটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ পরিদর্শন চলে।



কারখানা দু’টি হলো- গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনার ইউটা ফ্যাশন লিমিটেড ও বাংলাবাজার এলাকার ইপিলিয়ন স্টাইল লিমিটেড।

পরির্দশনকালে প্রতিনিধিরা কারখানার নিরাপত্তা ব্যবস্থা, কারখানায় কর্মরত শ্রমিকদের কর্ম-পরিবেশ, সুযোগ-সুবিধা, পোশাকের মান প্রভৃতি বিষয় পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটসহ অন্তত ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিজিএমই সভাপতি আতিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।