ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিল্পবর্জ্য মূল্যবান সম্পদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
শিল্পবর্জ্য মূল্যবান সম্পদ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: শিল্পবর্জ্যকে এক সময় মূল্যহীন ভাবা হলেও আধুনিক প্রযুক্তির প্রসারে তা মূল্যবান সম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
মালদ্বীপ সফররত শিল্পমন্ত্রী শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ষষ্ঠ আঞ্চলিক সম্মেলন উপলক্ষে আয়োজিত গোলটেবিল সংলাপে সভাপতিত্বকালে এ মন্তব্য করেন।

দেশটির রাজধানী মালের একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (১৮ আগস্ট) সংলাপটি অনুষ্ঠিত হয়।

শিল্পমন্ত্রী বলেন, আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের মাধ্যমে শিল্পবর্জ্য পরিশোধন এবং তা পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়ছে।

বাংলাদেশ ইতিমধ্যেই শিল্পবর্জ্য হ্রাস, বর্জ্য পরিশোধন ও পরিশোধিত বর্জ্য পুনরায় ব্যবহারের লক্ষ্যে জাতীয় থ্রিআর কৌশল গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণমূলক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। এ লক্ষ্যে পৌরসভা কেন্দ্রিক সনাতন বর্জ্য ব্যবস্থাপনার ধারণা থেকে বেরিয়ে এসে নগরবাসী, শিল্প উদ্যোক্তা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ইসহাত শিহাম, রাষ্ট্রপতি কার্যালয়ের মন্ত্রী মোহামেদ হুসাইন সারিফ, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত মন্ত্রী মোহামেদ সাঈদ এবং পররাষ্ট্রমন্ত্রী মিজ ধুনিয়া মাওমুন প্রমুখ।
 
এ সংলাপে চীন, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, কিরিবাতি, সামোয়া, থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, পালাও, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভিয়েতনাম, আফগানিস্তান, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, কোরিয়া, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের প্রতিনিধিরা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি ও নতুন উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্র ও জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ সহায়তায় মালদ্বীপ আয়োজিত এ সম্মেলন ১৯ আগস্ট শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
ইউএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।