ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬৪ জেলায় এফবিসিসিআই’র ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
৬৪ জেলায় এফবিসিসিআই’র ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের ৬৪ জেলা চেম্বারের সঙ্গে ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রাথমিকভাবে ৬টি চেম্বারের সঙ্গে এ ভিডিও কনফারেন্স করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে বাকি চেম্বরগুলোর সঙ্গেও ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং চালু করা হবে।
 
বুধবার (১৯ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এ ভিডিও করফারেন্সের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, প্রতিদিন ভিডিও কনফারেন্স’র মাধ্যমে জেলাগুলোর সমস্যা, শিল্প স্থাপনের উদ্যোগ ও তাদের প্রস্তুতি বিষয়ে সরাসরি জানা যাবে। সোনালী, জনতা ব্যাংকসহ প্রায় সবক’টি বেসরকারি ব্যাংক এ উদ্যোগে সাড়া দিয়ে উদ্যোক্তাদের সব ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
 
প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম বলেন, আমাদের সরকার জেলায় জেলায় কম্পিউটার-ইন্টারনেট পৌঁছে দিয়েছে। দেশের সব ডাকঘরে ই-কমার্স সেবা অন্তর্ভুক্ত করা হবে। সরকারের রাজস্ব বাড়াতে টেলিটককে ডাকঘরের একটি ফ্লোর দেওয়া হবে। এর বিনিময়ে টেলিটক ডাকঘরগুলোর আধুনিকায়নে ভূমিকা রাখবে।
 
বিশেষ অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের মূল্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ অনেক কম। তথ্য-প্রযুক্তি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান করবো এবং প্রতিবছর ইন্টারনেটে ১ কোটি গ্রাহক যুক্ত করবো।
 
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।