ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে বাড়ছে মোটরবাইকের বাজার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
অনলাইনে বাড়ছে মোটরবাইকের বাজার

ঢাকা: রাজধানীর মিরপুরে থাকেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাহুল। ভয়াবহ যানজটের কারণে ক্লাসে যেতে প্রায় প্রতিদিনই দেরি হতো তার।



এ সমস্যা থেকে উত্তরণে একটি মোটরসাইকেল কেনার চিন্তা করলেন তিনি। কিন্তু ইচ্ছা থাকলেও নতুন বাইক কেনার সাধ্য ছিলনা তার।

রাহুলের এ আগ্রহের কথা শুনে তার চাচাতো ভাই তাকে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়ডটকম এ খোঁজার পরামর্শ দিলেন। সেখানে খুব দ্রুত সাধ ও সাধ্যের মধ্যে ব্যবহৃত একটি মোটরবাইক পেয়েও গেলেন তিনি।

শুধু রাহুলই নন, তার মতো আরও অনেকের জন্য সহজেই ব্যবহৃত মোটরবাইক কেনার ব্যবস্থা করে দিচ্ছে বিক্রয়ডটকম

প্রেসবিজ্ঞপ্তিতে বিক্রয়ডটকম জানায়, ক্রয় ক্ষমতার মধ্যে উপযুক্ত ব্যক্তিগত পরিবহন হচ্ছে মোটরসাইকেল। দেশে বর্তমানে ১১লাখেরও বেশি নিবন্ধনকৃত বাইক রয়েছে।

এর বাইরেও রাজধানীতে উপযোগী বাহন হিসাবে মোটরবাইককে দেখছেন সাধারণ মানুষ। এমনকি গ্রামাঞ্চলেও কাঁচা রাস্তা-ঘাটে চলাচলের অন্যতম উপযোগী মাধ্যম এটি।

বৈদেশিক আয় বাড়ার ফলে শহরের তুলনায় গ্রামেও মোটরবাইক বিক্রির হার অনেক বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মানুষের আয় এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে চলাচলকারী মোটরসাইকলের সংখ্যা সবচেয়ে বেশি।

এটি দেশের মোট ব্যবহারকারীর ৩৩ শতাংশ। কিন্তু শহর অঞ্চলের বাইরে ২৪ শতাংশ বাইক আছে। এ থেকে বোঝা যায় গ্রামাঞ্চলেও উল্লেখযোগ্য বাইকের চাহিদা রয়েছে।
 
বিক্রয়ডটকমে বিক্রি হওয়া বাইকের মধ্যে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ভারতের পরিবহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাজাজ। যা মোট বাইকের ২৯ শতাংশ। এরপরেই আছে হিরো, ওয়ালটন, ইয়ামাহা এবং টিভিএস।
 
আরও ভালো ব্র্যান্ড বিশেষ করে সুজুকির অবস্থান এক্ষেত্রে শীর্ষ পাঁচের ভেতর নেই। এতে বোঝা যায়, দামের দিক থেকে সাশ্রয়ী ব্র্যান্ডের প্রতিই বেশি আকৃষ্ট বাংলাদেশের ক্রেতারা।

অনলাইন ক্লাসিফাইড সাইটগুলোতে ৩০ থেকে ৬০হাজার কিলোমিটার মাইলেজ সম্পন্ন বাইকগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়। ৪৬ শতাংশ বাইক রয়েছে এই রেঞ্জের মাইলেজের ভেতর।

বিশ্লেষণ করে দেখা যায়, একজন ব্যবহারকারী ব্যবহারের কয়েক বছর পরই তার বাইকটি বিক্রি করে দেন। এটি সাধারণত বাইকের হাতবদল প্রবণতারই বহিঃপ্রকাশ।

তাছাড়া তরুণ প্রজন্ম নিত্য নতুন মডেলের বাইক পছন্দ করে, তাই কয়েক বছর পরপরই বাইক পরিবর্তন করেন তারা।
 
বিক্রয়ডটকম-এ প্রকাশিত বিজ্ঞাপন থকে দেখা যায়, এখানে ১৫ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা মূল্যের বাইক পোস্ট করা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি বাইক রয়েছে এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে। যা মোট বিজ্ঞাপনের ৩৩ শতাংশ।

আর ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকার বাইক রয়েছে দ্বিতীয় অবস্থানে। এর অবস্থান ২৭ শতাংশে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৪,  ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।