ঢাকা: আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক টেক্সটাইল পোশাকশিল্প প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী-২০১৫।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনী শেষ হবে ৫ সেপ্টেম্বর।
রোববার(২৩ আগস্ট’২০১৫) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল ইউএসএ এবং এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মিস মেরুন এন ইসলাম।
এ সময় জানানো হয়, এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন শিল্প সংস্থাসহ ১৫টি দেশের প্রায় ৬০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। একে একত্রে এক ছাদের নিচে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সক্রিয় সম্মিলন ঘটবে যেখানে প্রযুক্তি যন্ত্রপাতি, উপাদান ইত্যাদি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানসমূহ হাজির হবেন এবং এদেশের অ্যাপারেল শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ঘটাকে সাহায্য করবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এনএস