ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মঙ্গলবার একনেকে পয়ঃশোধনাগার প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
মঙ্গলবার একনেকে পয়ঃশোধনাগার প্রকল্প (ফাইল ফটো)

ঢাকা: দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পটি মঙ্গলবার (২৫ আগস্ট) একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

সোমবার (২৪ আগস্ট) পরিকল্পনা কমিশনের একনেক শাখা বিষয়টি জানিয়েছে।



প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর উত্তর-পূর্ব অংশ অর্থাৎ গুলশান, বনানী, বরিধারা, বসুন্ধরা, মহাখালী, ডিওএইচএস, তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ধানমন্ডি, কলাবাগান, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় উন্নতমানের পয়ঃশোধনাগার নির্মাণ করা হবে।

এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩শ ১৭ কোটি ৭৭ লাখ টাকা। এটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমআইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।