ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দাশেরকান্দি পয়ঃশোধনাগারের কাজ পেলো চীনা প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
দাশেরকান্দি পয়ঃশোধনাগারের কাজ পেলো চীনা প্রতিষ্ঠান

ঢাকা: ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃ শোধনাগার প্রকল্পের কাজ পেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাইড্রো চায়না করপোরেশন লিমিটেড।

স্থানীয় সরকারের বিভাগ উথাপিত এই প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি মার্কিন ডলার।

কাজ শেষ হবে ২০১৯ সালের ডিসেম্বর মাসে। শুরু হয়েছে চলতি বছরের জুলাই এ। চীন সরকার এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মনোনীত করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় ও অর্থনৈতিক শাখার বৈঠকে প্রকল্পটির অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত কোস্টাল ইমব্যাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ফেজ ১ এর আওতায় কনসালটেন্সি সার্ভিস ফর থার্ড পার্টি মনিটরিং  অ্যান্ড ইভ্যালুয়েশন (এম অ্যান্ড ই) অফ অভার অল প্রজেক্ট ইমপ্লিমেশন  কন্ট্রাক্ট প্যাকেজ নম্বর সিইআইপি-১/সি২/এস৩ শীর্ষক কাজের জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ কোটি টাকা। মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে শেলাদিয়া এসোসিয়েটস ও বেটস বাংলাদেশ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর সার্কেল খুলনার আওতাধীন খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণাল-সলিমপুর-কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন প্রকল্পের আওতায় আঠারো বোরাকি নদীর প্রায় ৫০কিলোমিটার খনন ও ৮ ভেন্ট ড্রেনেজ রেগুলেটর নির্মাণ কাজ অনুমোদন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৪০লাখ ২৫ হাজার টাকা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮ লাখ গ্রাহকের জন্য সম্প্রসারণের কাজ অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর তিনটি ফেজ বাস্তবায়ন করবে বিআরবি কেবল, এসবিএস কেবল ও এসকিউ কেবল। ১৬ হাজার ৩শ‘ ২০ কিলোমিটার লাইনের জন্য কন্ডাক্টর এসিএসআর বার ক্রয়ে ব্যয় হবে ৯৪কোটি ৭৪ লাখ টাকা।

একই প্রকল্পের আওতায় ৪শ ৯২ কোটি ২৯লাখ টাকা ব্যয়ে ২ লক্ষ ১৪ হাজার ১২২টি বিভিন্ন সাইজের এসপিসি পোল ক্রয়ের কাজ পেয়েছে ৬টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো টিএসসিও পাওয়ার লি., ক্যাস্টল কন্ট্রাকশন কোম্পানি লি., কনটেক কন্ট্রাকশন কোম্পানি লি., কনফিডেন্স পাওয়ার লি.,পোলস অ্যান্ড কনক্রিট লি., দাদা ইঞ্জিনিয়ারিং লি.।

এছাড়া কমিটি সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি হতে ছয়মাস (জুলাই-ডিসেম্বর ২০১৫) মেয়াদি চুক্তিতে পরিশোধিত জ্বালানি তেলের প্রিমিয়াম ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে। গ্যাস অয়েল ব্যারেল প্রতি প্রিমিয়াম ৪ দশমিক ৪৯ ডলার ও জেট অয়েল প্রতি প্রিমিয়াম ৫ দশমিক ৪৯ ডলার।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৩০ হাজার টন ইউরিয়া সার কাফকোর মাধ্যমে আমদানি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

মন্ত্রিসভায় বৃহস্পতিবার ১৩টি প্রস্তাব উথাপন করা হয়। এর মধ্যে ৭টি অনুমোদন হয়। বাকি ৬টি সংযোজন-বিয়োজন করে পরবর্তী সভায় উথাপনের পরামর্শ দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।