ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক এশিয়া-ডিপিডিসি বিদ্যুৎ বিল চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ব্যাংক এশিয়া-ডিপিডিসি বিদ্যুৎ বিল চুক্তি সই ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাংক এশিয়া ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি(ডিপিডিসি) লিমিটেডের মধ্যে গ্রাহকদের অনলাইনে বিদ্যুৎ বিল সংগ্রহ বিষয়ক সমঝোতা চুক্তি সই হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসি-র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিসি’র মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মোঃ আমিনুল ইসলাম ও ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই  করেন।



ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নজরুল হাসান (অবঃ) এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (অর্থ) মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (অপারেশন) ইঞ্জিঃ এ.টি.এম. হারুন অর রশিদ, ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইটি বিভাগের প্রধান আব্দুল কাইয়ুম খান এবং এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং বিভাগের প্রধান আঃ রউফ ভূঁইয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী ব্যাংক এশিয়া ডিপিডিসি-র বৃহত্তর ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার গ্রাহকদের কাছ থেকে অন-লাইনে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।