ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসা প্রসারে লিবিয়া-বাংলাদেশ জয়েন্ট চেম্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ব্যবসা প্রসারে লিবিয়া-বাংলাদেশ জয়েন্ট চেম্বার

ঢাকা: বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য প্রসারে বাংলাদেশ-লিবিয়া জয়েন্ট চেম্বার অব কমার্স গঠন করা হচ্ছে।

সোমবার বিকেলে (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে লিবিয়া দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



সংবাদ সম্মেলনে বাংলাদেশ-লিবিয়া চেম্বার অব কমার্সের সমন্বয়কারী রমাদান হেবা বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে এ চেম্বার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দু’দেশের বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, চেম্বার করতে কাজ শুরু হয়েছে। লিবিয়া সরকার এর অনুমতি দিয়েছে। বাংলাদেশের এফবিসিসিআই, বিজিএমইএসহ অন্য ব্যবসায়িক সংগঠনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এসব সংগঠন ও সরকারের অনুমতি পেলে শিগগিরই এ চেম্বার করা হবে।

লিবিয়া দূতাবাসের লেবার কাউন্সিলর খালেদ মোহাম্মদ আবু সাইদ সাম্প্রতিক সময়ে লিবিয়া দূতাবাসের দু’টি গ্রুপ হওয়া ও স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার জন্য সরকারের কাছে ক্ষমা চান।

তিনি বলেন, যুদ্ধের কারণে লিবিয়ায় বর্তমানে দু’টি সরকার রয়েছে। ফলে বাংলাদেশসহ অন্য দেশের দূতাবাসের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শিগগিরই দুই সরকার এক হয়ে যাবে। এতে স্বাভাবিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।  

সাম্প্রতিক সময়ে লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা বিষয়ে এক প্রশ্নের জবাবে খালেদ মোহাম্মদ আবু সাইদ বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে শিগগিরই কোনো সুখবর দেওয়া যাবে না।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরইউ/এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।