ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগস্টে রেমিটেন্স এসেছে ১১৮ কোটি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
আগস্টে রেমিটেন্স এসেছে ১১৮ কোটি ডলার

ঢাকা: আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন ১শ ১৮ কোটি ৭২ লাখ ডলার (৯ হাজার ২শ ৬০ কোটি ১৬ লাখ টাকা)। যা জুলাইয়ের চেয়ে ২০ কোটি ডলার বা সাড়ে ১৪ শতাংশ কম।

তবে এ পরিমাণ বিগত অর্থবছরের আগস্টের চেয়ে ১ কোটি ২৮ লাখ ডলার বেশি।

চলতি অর্থবছরের প্রথম দুই (জুলাই-আগস্ট) মাসে প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ৩ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ২শ ৫৭ কোটি ৬৮ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে ২শ ৬৬ কোটি ৬৮ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে প্রবাসীরা ১শ ৩৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিটেন্স পাঠান। গত অর্থবছরের শেষ মাস জুনে রেমিটেন্স আসে ১শ ৪৩ কোটি ৯৩ লাখ ডলার। এদিকে, আগস্টে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭৯ কোটি ২৬ লাখ ডলার।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ৩৬ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে। বরাবরের মতো আগস্টেও সবচেয়ে বেশি ২৯ কোটি ৫৩ লাখ ডলারের রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে।  
ঈদ পরবর্তী মাস হওয়ার কারণে আগস্টে প্রবাসী আয় কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের আগে প্রবাসীরা তাদের পরিবার পরিজনের কাছে বেশি অর্থ পাঠান। এজন্য জুনের পর জুলাইতেও বড় অঙ্কের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। আসছে ঈদুল আযহা উপলক্ষে সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বাড়বে বলেও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।