ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
বগুড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাংক কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স। এ উপলক্ষে সব ব্যাংকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ব্যাংকিং মেলা।



শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বগুড়ার কার্যালয়ে এসব অনুষ্ঠান চলে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।

স্কুল ব্যাংকিং কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া আঞ্চলিক অফিসের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী।

অনুষ্ঠানে মাহফুজুর রহমান ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ফিন্যানসিয়াল ইনকুইশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক নূরুন নাহার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সুফিয়া নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সঞ্চয়ী অভ্যাস গড়ে তুলতে হবে। কেননা এই সেবার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখতে পারবে।

পাশাপাশি এই সেবা শিশু-কিশোরদের মনে আর্থিক শিক্ষার বীজ বপন করবে বলে বক্তারা মনে করেন।

বাংলাদেশ ব্যাংক চত্বরে স্টল সাজিয়ে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউণ্ট খুলতে উদ্বুদ্ধ করে বগুড়ার সব ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।