ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সানলাইফ ইনস্যুরেন্সে ডিআরইউ’র গ্রুপ বিমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
সানলাইফ ইনস্যুরেন্সে ডিআরইউ’র গ্রুপ বিমা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে সদস্যদের জন্য গ্রুপ বিমা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার (৬ সেপ্টেম্বর) ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে সানলাইফ ইনস্যুরেন্স কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করে সংগঠনটি।



চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উপস্থিত ছিলেন সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সোলায়মান হোসেন, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ।

চুক্তি মতে, এই বিমার আওতায় ডিআরইউ’র কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তার পরিবার দুই লাখ টাকা পাবে, আর কোনো সদস্যের দুর্ঘটনায় মৃত্যু হলে চার লাখ টাকা, সম্পূর্ণ অক্ষমতার জন্য দেড় লাখ টাকা, আংশিক অক্ষমতার জন্য ৫০ হাজার টাকা এবং ১৪টি রোগের জন্য ৭৫ হাজার টাকা করে পাবে তার পরিবার।

সানলাইফ ইনস্যুরেন্সে বার্ষিক প্রিমিয়ার হিসাবে ১২ লাখ ৩০ হাজার টাকা করে জমা দেবে ডিআরইউ কর্তৃপক্ষ। এরমধ্যে প্রথম বছরের টাকা রোববার চুক্তি সই অনুষ্ঠানেই দিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ উদ্যোগের প্রশংসা করেন। একইসঙ্গে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতারও প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।