ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে করমেলা

শেষদিনে আদায় ১ কোটি ৮৩ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
শেষদিনে আদায় ১ কোটি ৮৩ লাখ টাকা

বরিশাল: আয়কর মেলার শেষদিনে বরিশাল অঞ্চলে এক কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৩৫ টাকা আয়কর আদায় হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান বরিশাল অঞ্চল কর প্রধান মোহাম্মদ জাহিদ হাছান।



এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার রায়, যুগ্ম কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডল, উপ কর কমিশনার আ. রাজ্জাক প্রমুখ।

বরিশালে করমেলায় মোট ২৯০ জন নতুন টিআইএন গ্রহণ করেছেন। এছাড়া টিআইএন রি-রেজিস্ট্রেশন গ্রহণকারীর সংখ্যা ১৪ জন।

কেন্দ্রীয়ভাবে বরিশাল বিভাগে ২০১৫-১৬ অর্থবছরে মোট ১৮ হাজার নতুন করদাতা সৃষ্টিসহ ২৫৫ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়।

এবছর মেলায় সেবা পেয়েছেন ৩৭ হাজার ৬৭৬ জন করদাতা। মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ৩ হাজার ৮৪২টি।

সমাপনী অনুষ্ঠানে বরিশাল কর অঞ্চলের কর্মকর্তা এবং বরিশালের সংবাদকর্মীদের ধ্যনবাদ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।