ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ সেপ্টেম্বরের মধ্যে চালকদের বেতন-বোনাসের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
১৫ সেপ্টেম্বরের মধ্যে চালকদের বেতন-বোনাসের দাবি ছবি: সোহাগ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হালকা যানবাহন চালকদের মজুরি নিম্নতর ১৬ হাজার টাকা করার দাবি করেছে ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ সেপ্টেম্বরের মধ্যে চালকদের বেতন- উৎসব বোনাস পরিশোধ, নিয়োগপত্র, পরিচয়পত্র, ছুটি ও মজুরি বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন করেছেন হালকা যানবাহন চালক নেতারা।



নেতারা বলেন, মালিকপক্ষ প্রতিনিয়ত চালকদের ওপর নির্যাতন চালিয়ে আইন ভঙ্গ করছেন। কিন্তু এ বিষয়ে মালিকদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কোনো ভূমিকার আগ্রহ নেই।

তারা বলেন, নিত্য পণ্যের উচ্চমূল্যের কারণে জীবন-যাপন অসহনীয় হয়ে পড়েছে।

অবিলম্বে মজুরি বোর্ড পুনরায় গঠন করে হালকা যানবাহন চালকদের মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এফবি/এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।