ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ বছরের ওয়ারেন্টি নিয়ে আসুস’র ল্যাপটপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
৩ বছরের ওয়ারেন্টি নিয়ে আসুস’র ল্যাপটপ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পি-সিরিজের নতুন কমার্শিয়াল ল্যাপটপ বাজারে নিয়ে এলো তাইওয়ানভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসুস। পণ্যটিতে থাকছে তিন বছরের ওয়ারেন্টি, যা বাংলাদেশে প্রথম।


 
পি-সিরিজের নতুন কমার্শিয়াল ল্যাপটপগুলো হলো- ‘আই-৩’, ‘আই-৫’ এবং ‘আই-৭’।
 
বিসিএস কম্পিউটার সিটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আইডিবি ভবনে বাংলাদেশে আসুস’র একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এবং আসুস বাংলাদেশের কর্মকর্তারা কেক কেটে নতুন কমার্শিয়াল এসব ল্যাপটপের মোড়ক উন্মোচন করেন।
 
আসুসের অন্য পণ্যে দুই বছরের ওয়ারেন্টি থাকলেও এবারই প্রথম পি-সিরিজের এসব ল্যাপটপে তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হলো। এতে পণ্য কিনে বিক্রয়োত্তর সেবা পাওয়ার ক্ষেত্রে ক্রেতাদের আস্থা আরও বাড়বে বলে মনে করেন আসুস কর্মকর্তারা।
 
অনুষ্ঠানে গত ৯-১২ সেপ্টেম্বর আয়োজিত ‘আসুস উইক’-এ নোটবুক কেনা দু’জন ক্রেতাকে প্রদর্শনীর সব থেকে আকর্ষণীয় উপহার এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর তুলে দেওয়া হয়।
 
দুই সৌভাগ্যবান হলেন রাফসান জেম ও আল-আমিন।
 
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড ও আসুস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।