ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শনিবার আয়কর মেলার সময় তিন ঘণ্টা বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
শনিবার আয়কর মেলার সময় তিন ঘণ্টা বাড়লো ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শনিবার জাতীয় আয়কর মেলার সময় তিন ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি ছুটির দিন হওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর বিবরণী জমা দেওয়ার সুবিধার্থে মেলা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।


 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মেলার তৃতীয় দিনে মেলার আহ্বায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
বুধবার শুর হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। শুধু শনিবারের জন্যই ৩ ঘণ্টা সময় বাড়নো হয়েছে।
 
মেলার শেষ তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই মেলা চলবে বলেও জানান আবদুর রাজ্জাক।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরইউ/এমজেএফ

** তরুণ করদাতার হার বাড়ছে
** সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ভিড় ছুটির দিনের মেলায়
** সেবায় খুশি সিনিয়র সিটিজেনরা
** এমপিদের ওপর কর বসাতে বললেন বাদল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।