ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় পোষাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আশুলিয়ায় পোষাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার জিরানি বাজার এলাকায় বন্ধ হয়ে যাওয়া টেন স্টার অ্যাপারেলস লি. খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কারখানাটির শ্রমিকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানাটির সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ জানায় শ্রমিকরা।


 
আন্দোলনরত শ্রমিকরা জানান, জুলাই ও আগস্ট মাসের বেতন ১৬ সেপ্টেম্বর দিতে চেয়েছিলেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ১৫ সেপ্টেম্বর রাতেই পরিকল্পিতভাবে কারখানায় তালা লাগিয়ে আত্মগোপন করে মালিক কর্তৃপক্ষ।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, তাদের বকেয়া পাওনা না দিলে মালিকের বাড়ি ঘেরাও করা হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।