ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান- ৬২ কাটা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান- ৬২ কাটা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: জিংক সমৃদ্ধ ব্রি ধান- ৬২ কাটা শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে। এ উপলক্ষে মাঠ দিবসের আয়োজন করে বেসরকারি সংস্থা আরডিআরএস- বাংলাদেশ।


 
রোববার (৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
 
জেলায় এবার ২২৫ জন কৃষক ২২৫ বিঘা জমিতে এ ধান চাষ করেছে। ৯৯ দিনে এ ধান পাওয়া যায়। এবার প্রতি বিঘায় ফলন পাওয়া যাচ্ছে ১৭ মণ।  
 
মাঠ দিবসে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, আরডিআরএস-বাংলাদেশের মাঠ সমন্বয়কারী জিয়াউল ইসলাম, সহকারী সমন্বয়কারী (কৃষি) নুহেরা বেগম, কৃষিবিদ মাহফুজুর রহমান প্রমুখ।

মাঠ দিবসে ওই গ্রামের চাষি মজনুর রহমান, ময়নুল ইসলাম জানান, ধানের ফল ভাল। মাঠ দিবসে এসে এ ধান সম্পর্কে জানতে পেরেছেন তারা। আগামী মৌসুমে এ ধান চাষ করবেন বলে জানান তারা।
 
কৃষক মতিয়র রহমান জানান, জিংক সমৃদ্ধ এ ধানের ফলনে আমরা খুশি। কম খরচ আর অল্প সময়ে এ ধান পাওয়া গেছে বলে জানান তিনি।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী জানান, কৃষি বিভাগ চাষিদের এ জাতের ধান চাষের পরামর্শ দিয়ে যাচ্ছে। এর ফলনও আশানুরূপ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।