ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুরস্কার অর্জনে আতিউর রহমানকে এক্সিম ব্যাংকের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পুরস্কার অর্জনে আতিউর রহমানকে এক্সিম ব্যাংকের শুভেচ্ছা ছবি : সংগৃহীত

ঢাকা: এশিয়ার শ্রেষ্ঠ গভর্নরের পুরস্কার অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আতিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এক্সিম ব্যাংক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে এসে আতিউর রহমানের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।



ব্যাংকের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রধান করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন সঞ্জীব চ্যাটার্জী এক বিবৃতিতে এ কথা জানান।

শনিবার (১০ অক্টোবর) এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে পেরুর লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে এক সেমিনারে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে আতিউর রহমানের নাম ঘোষণা করে ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি (Euro money Institutional Investor-PLC)। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভায় লিমার শেরাটন হোটেলে আতিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন দ্য ইমার্জিং মার্কেটের ব্যবস্থাপনা সম্পাদক টবি ফিলদেস ও গ্লোবাল ক্যাপিটালের ডেপুটি ডাইরেক্টর রুদ বেড্ডোস।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।