ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দক্ষিণ এশিয়ায় ১.৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ দরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
‘দক্ষিণ এশিয়ায় ১.৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ দরকার’

ঢাকা: বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা বলেছেন, দক্ষিণ এশিয়ায় অবকাঠামো ও জ্বালানি খাতে ১.৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ দরকার।
 
রোববার (১ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে তৃতীয় দক্ষিণ এশিয় আঞ্চলিক সরকারি ক্রয় সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন রামা।



বিশ্বব্যাংক ও এশিয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) তিন দিনের এ সম্মেলনের আয়োজন করে।

মার্টিন রামা আরও বলেন, বিশ্বব্যাংক ক্রয় সংক্রান্ত পলিসি তৈরিতে ২০০২ সাল থেকেই বাংলাদেশের সঙ্গে কাজ করছে। ক্রয় সংক্রান্ত কাজে স্বচ্ছতার পাশাপাশি কাজের বাস্তবায়ন বাড়াতেও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে এশিয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, বাংলাদেশের ক্রয় কার্যক্রম ডিজিটালাইজড করতে সরকারকে প্রয়োজনীয় সবরকম সাহায্য দেবে এশিয় উন্নয়ন ব্যাংক।
 
আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিপিটিইউ’র মহাপরিচালক ফারুক হোসেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব শহীদ উল্লা খন্দকার ভোট অব থ্যাংকস’র মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।  

তৃতীয় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সরকারি ক্রয় সম্মেলনে এবারের মূল প্রতিপ্রাদ্য হলো- টেকসই ক্রয় কার্য সম্পাদনে উদ্ভাবন। দুপুরে সম্মেলনের দু’টি কারিগরি অধিবেশনে সরকারি ক্রয়ে সুষ্ঠু সম্পাদনা, পেশাদারিত্ব, সংস্কার ও প্রযুক্তির মাধ্যমে ক্রয় দক্ষতা বৃদ্ধি এবং এ লক্ষ্যে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের বিষয়ে উপস্থাপনা, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

এবারের সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের সরকারি ক্রয় কাজে সম্পৃক্ত কর্মকর্তা, ঠিকাদার, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্বব্যাংক ও এডিপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পঞ্চাশ জন দেশি-বিদেশি ব্যক্তি অংশ নিয়েছেন।
 
সরকারি ক্রয় বিষয়ক এ ধরণের বৃহৎ সম্মেলন বাংলাদেশে এটিই প্রথম। এর আগে ২০১১ সালে নেপালে প্রথম ও ২০১৪ সালে পাকিস্থানে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুরু হওয়া তৃতীয় সম্মেলনে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সরকারি ক্রয় নেটওয়ার্কের সভাপতি হিসেবে সিপিটিইউ’র মহাপরিচালক মো. ফারুক হোসেন দায়িত্ব গ্রহণ করেন। ‘ঢাকা কর্মপরিকল্পনা’ গ্রহণের মধ্য দিয়ে আগামী ৩ নভেম্বর সম্মেলন শেষ হবে।
 
সম্মেলনে বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ-পরিকল্পনা প্রতিমন্ত্রী এ এ মান্নান।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।