ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভুয়া সিল দিয়ে রড বাজারজাতের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ভুয়া সিল দিয়ে রড বাজারজাতের অভিযোগ ছবি: সোহাগ শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিছু অসাধু রি-রোলিং মিল মালিক দোকানদারদের যোগসাজেশে ভুয়া গ্রেড সিল মেরে রড বাজারজাত করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিযোগ করেন।



সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব আবুল কাশেম মজুমদার লিখিত বক্তব্যে বলেন, দেশে কিছু রি-রোলিং মিলে আন্তর্জাতিক মানের রড প্রস্তুত করা হচ্ছে। যা বিএসটিআই অনুমোদিত ও বুয়েট পরীক্ষিত। কিন্তু কিছু অসাধু রি-রোলিং মিল মালিক দোকানদারদের যোগসাজেশে ভুয়া ৫০০ ডব্লিউ (টিএমটি), ৪০০ ডব্লিউ (৬০জি) গ্রেড সিল মেরে রড বাজারজাত করছেন।

আর এসব রড দিয়ে ভবন কিংবা স্থাপনা তৈরি করে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগসহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তাই সার্বিক দিক বিবেচনা করে ভুয়া গ্রেড সিল মেরে রড বাজারজাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আবুল কাশেম মজুমদার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের চেয়ারম্যান শেখ মাসুদুল আলম মাসুদ বলেন, এসব অভিযোগ চট্টগ্রাম বিএসটিআইকে জানানো হলে তারা অভিযান চালিয়ে প্রায় ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করে। কিন্তু ঢাকায় বিএসটিআই’র কোনো উদ্যোগ চোখে পড়েনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এফবি/এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।