ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইডিএফ থেকে ইপিজেডের প্রতিষ্ঠানকে ঋণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইডিএফ থেকে ইপিজেডের প্রতিষ্ঠানকে ঋণ

ঢাকা: রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠানকে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইডিএফ ফান্ড থেকে ইপিজেড’র ‘সি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো ঋণ নিয়ে ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারবে।



রোববার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ‘সি’ ক্যাটাগরির প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় ব্যাক টু ব্যাক এলসির জন্য ঋণ নিয়ে কেনাকাটা করতে পারবে।

এ বিষয়ে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

রফতানি উন্নয়ন তহবিলে বর্তমানে প্রায় ১২ হাজার কোটি টাকা মূল্যের ডলার রয়েছে। রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারিত করতে এ ফান্ড থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসই/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।