ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে সেলস্ কালেকশন সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সিটি ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এ চুক্তির আওতায় সিটি ব্যাংক অটোমেটেড সল্যুশন ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণফোনকে তার দেশব্যাপী সেলস কালেকশন সংক্রান্ত সেবা দেবে। এ সেবা হবে তাৎক্ষণিক, সহজ ও দ্রুততর।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন এবং গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তাহসিন হক, গ্রামীণফোনের পরিচালক-কর্পোরেট ফিন্যান্স অ্যান্ড ট্রেজারি মোস্তফা আলীম আওলাদ ও চিফ প্রকিউরমেন্ট অফিসার আসিফ মোহাম্মদ তৌহিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ওএইচ/এসএস