ঢাকা: যুক্তরাজ্যের সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক প্রতিষ্ঠান শারমিন গ্রুপ ও শারমিন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন।
শনিবার (১৯ নভেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসমাইল হোসেন এফবিসিসআই’র পরিচালক পদে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপিয়ন বিজনেস অ্যাসেম্বলি’র (ইবিএ) অক্সফোর্ড কমিটি শারমিন গ্রুপকে রেডিমেড গার্মেন্টস খাতের অন্যতম সেরা এন্টারপ্রাইজ হিসেবে স্বীকৃতি দিয়ে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
গত ১৫ ডিসেম্বর লন্ডনের অক্সফোর্ড টাউন হলের প্রধান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। শারমিন গ্রুপকে আগামী পাঁচ বছর বাণিজ্যিক প্রয়োজনে তাদের ট্রেডমার্ক ব্যবহারের সনদ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মোহাম্মদ ইসমাইল হোসেনকে চলতি বছরের ম্যানেজার্স অব দ্যা ইয়ার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে, বলে এফবিসিসিআই’র বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, মোহাম্মদ ইসমাইল হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে আগামী পাঁচ বছরের জন্য যুক্তরাজ্যের টেমস ভ্যালি চেম্বার অব কমার্স গ্রুপের সদস্য ও লন্ডনের ইন্টারন্যাশনাল ক্লাব অব লিডার্স’র পূর্ণাঙ্গ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এএসএস/বিএস