ঢাকা: ধরিত্রী বাংলাদেশের সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানসহ ছয় গুণি ব্যক্তিত্ব।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ধরিত্রী বাংলাদেশ জাতীয় সম্মাননা বঙ্গাব্দ ১৪২১’ প্রদান করা হবে।
সম্মাননা পাওয়া অপর ৫ জন হচ্ছেন- অজয় রায়, তপন মাহমুদ, জির কুং সাহু, রফিকুন নবী, সামন্ত লাল সেন, ফারজানা ইসলাম, মাসুদ আহমেদ।
বিশিষ্ট্য শিক্ষাবিদ সাহিত্যিক ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফাদার বেঞ্জামিন ডি কস্তা সিএসসি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদ একরাম, চট্টগ্রামের ভেটেনারী অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালিম চন্দ্র বর্মণ, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, গণমাধ্যমকর্মী নওয়াজীশ আলী খান, অধ্যাপক ড. আমজাদ হোসেন ও শুভানন্দ মহাথের।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসই/এএসআর