ঢাকা: ২০১৮ সালের পর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে। এজন্য পূর্বাচলে স্থায়ী কাঠামো নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পূর্বাচলে ৮০০ কোটি টাকা ব্যয়ে চীনের সহায়তায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো নির্মাণ করা হবে। ২০১৮ সালের পর থেকে সেখানেই প্রতিবছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিআই/আরএম